parbattanews

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বাঘাইছড়িতে বিক্ষোভ

স্বাধীনতাকামী মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনের উপর ইসরায়েলিদের হত্যাযজ্ঞ ও বর্বর হামলার প্রতিবাদে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার সকল মসজিদ থেকে একযোগে মিছিল নিয়ে চৌমুহনী শাপলা চত্বরে এসে জড়ো হয়ে ইসরায়েলি হামলার প্রতিবাদ এবং ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেন মুসলিম জনতা।

এসময় বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেনের সভাপতিত্বে বাঘাইছড়ি ইসলামি সংস্কৃতিক কেন্দ্র ও উপজেলা মডেল মসজিদের ঈমাম আদনান হাবিব, কাচালং মডেল টাউন জামে মসজিদের ঈমাম মাওলানা মোহাম্মদ কাওসার উদ্দিন নূরী, মুসলিম ব্লক মহিলা মাদ্রাসার সুপার মাওলানা বসের উদ্দিন, কাচালং দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুকসহ প্রায় ৫ হাজার ধর্মপ্রাণ মুসলিম জনতা উপস্থিত ছিলেন।

সমাবেশে অবিলম্বে ইজরায়েলি বাহিনীর গণহত্যা বন্ধ করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি এবং সারাবিশ্বে ইজরায়েলর পণ্য বয়কটের ডাক দেওয়া হয়।

Exit mobile version