parbattanews

ফিলিস্তিনে ইসরাইলের সন্ত্রাসী হামলার প্রতিবাদ পানছড়িতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

ফিলিস্তিনে ইসরাইলের চালানো গণহত্যা বন্ধ এবং মসজিদুল আকসার পবিত্রতা রক্ষার দাবিতে খাগড়াছড়ি জেলার পানছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) বিকাল তিনটায় পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় হাজারো মুসলিম তৌহিদী জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার” “ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ” ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পানছড়ির প্রধান সড়ক।

বিক্ষোভ মিছিল পরবর্তী মাওলানা মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন দমদম জামে মসজিদের ইমাম মাওলানা মো: আনোয়ার হোসেন।

এ সময় বক্তব্য রাখেন মধ্যনগর মাদ্রাসার ইমাম মুফতি মাওলানা মো. মুহিউদ্দিন, পানছড়ি থানা জামে মসজিদের ইমাম মাওলানা মো. হেলাল উদ্দিন, পানছড়ি মডেল মসজিদের ইমাম মাওলানা সাব্বির মাহমুদ, দমদম তেঁতুল টিলা জামে মসজিদের ইমাম হাফেজ মো. নুরুজ্জামান ও ৩নং পানছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান মো. নাজির হোসেন।

এ সময় ফিলিস্তিনিদের উপর বর্বর নির্যাতন নিপীড়নের প্রতিবাদে ইসরাইলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে ইসরাইলি পতাকায় আগুন ধরিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়।

YouTube video player

Exit mobile version