parbattanews

ফিস্টুলা মুক্ত মাতৃত্ব নিশ্চিত করতে বান্দরবানে র‌্যালী-আলোচনাসভা

স্টাফ রিপোর্টার:
তৃতীয় আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলামুক্ত দিবস উপলক্ষে বান্দরবানে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে সদর হাসপাতাল পর্যন্ত র‌্যালিটি প্রদক্ষিণ কালে ডাক্তার, নার্সসহ স্থানীয় নারী-পুরুষেরা অংশ নেয় করে।

‘ফিস্টুলা হোক নির্বাসিত, নারী হোক সম্মানিত’- স্লোগানে বান্দরবান স্বাস্থ্য অধিদপ্তর, ইউএনএফপিএ এবং জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা করা হয়।

হাসপাতাল অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি জেলা সিভিল সার্জন ডা. অনুপম দেওয়ান বলেন, বিলম্বিত ও বাঁধাগ্রস্ত প্রসব রোধ করে প্রসবজনিত ফিস্টুলামুক্ত মাতৃত্ব নিশ্চিত করতে হবে আমাদের। বিলম্বিত ও বাধাগ্রস্ত প্রসব ছাড়াও অদক্ষ দাই দ্বারা প্রসব করানো এবং দারিদ্রতা, অপুষ্টি, অপ্রতুল স্বাস্থ্য সেবা, অল্প বয়সে বিবাহ ফিস্টুলার রোগের মূল কারণ। তবে সঠিকভাবে অভিজ্ঞ সার্জন দ্বারা অপারেশন করলে ৯৫ ভাগ প্রসবজনিত ফিস্টুলা প্রসূতি ভাল হয়ে যায়। মা সম্পূর্ণ নবজীবন লাভ করে এবং মা ভবিৎসতে স্বাভাবিক বাচ্চা প্রসব করতে পারবে। আসুন ফিষ্টুলা রোগ প্রতিরোধে নিজে সচেতন হই এবং অপরকে সচেতন করি।

Exit mobile version