parbattanews

ফুল বিঝু দিয়ে বৈসাবি’র আমেজ শুরু দীঘিনালায়

dighinala boishabi news

নিজস্ব প্রতিনিধি, দিঘীনালা:

ফুল বিঝু দিয়ে জেলার দীঘিনালা উপজেলায় বৈসাবির আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ (শনিবার) উপজেলার মাইনী নদীতে চাকমা সম্প্রদায়ের মানুষ ফুল ভাসানোর মধ্যে দিয়ে বৈসাবি উদযাপন শুরু করে। সর্বত্র ছড়িয়ে পড়ছে বাঙালির বাংলা নববর্ষ ও বৈসাবি বরণের উৎসব। এই উৎসব চাকমাদের বিঝু, মারমাদের সাংগ্রাই, ত্রিপুরাদের বৈসু নামেই পরিচিত সবার কাছে। এই উৎসব ইংরেজি এপ্রিল মাসের ১২, ১৩, ১৪ ও বাংলা চৈত্র মাসের ৩০, ৩১ এবং নতুন বছর বৈশাখ মাসের ১ তারিখ জুড়ে পালন করা হয়। পাহাড়ে একেক সম্প্রদায় একেক ভাবে বরন করে বৈসাবীকে। এই নিয়ে পাহাড়ে প্রত্যন্ত অঞ্চল গুলোতে চলছে নানা আয়োজন।

আজ সকাল ৯ ঘটিকায় দীঘিনালার মাইনী রিসোর্ট সেন্টার থেকে ‘ঐক্য সম্প্রীতি ও ভাতৃত্ব বন্ধন সুদৃঢ় করুন’ – এই স্লোগানকে সামনে রেখে এক মনোমুগ্ধকর র‍্যালি আয়োজন করা হয়। র‍্যালিটি দীঘিনালার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দীঘিনালা উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালি শুরু হওয়ার আগে বক্তব্য রাখেন উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান নব কমল চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুল জাহেদ পাভেল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার নব নির্বাচিত ভাইস চেয়রম্যান সুসময়য় চাকমা, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম, থানার তদন্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইসরাফিল মজুমদার সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন এলাকা থেকে আগত চাকমা সম্প্রদায়ের লোকজন। এছাড়াও বৈসাবি উৎযাপন কমিটির সদস্য সচিব আনন্দ মোহন চাকমা সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

এর আগে উপজেলা নির্বাচিত চেয়ারম্যান নব কমল চাকমা বৈসাবির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

Exit mobile version