parbattanews

ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হলো পাহাড়ের ঐতিহ্যবাহী উৎসব বিঝু

Dighinala picture (02) 12-04-2017 copy

দীঘিনালা প্রতিনিধি:

পাহাড়ের ঐতিহ্যবাহী উৎসব বিঝু উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করেছে দীঘিালা বৈ-সা-বি উদযাপন কমিটি। বুধবার সকালে উপজেলার লারমা স্কোয়ার থেকে র‌্যালিটি শুরু হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীঘিনালা জোন অধিনায়ক লে.কর্ণেল মো. ফেরদৌস জিয়াউদ্দীন মাহমুদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. শহীদ হোসেন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, গোপাদেবী চাকমা, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, এবং বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমাসহ বিভিন্ন এলাকার যুবক-যুবতীরা।

পরে সবাই র‌্যালি সহকারে উপজেলার মাইনী নদীতে গিয়ে সকল সম্প্রদায়ের মঙ্গল কামনা করে নদীতে ফুল ভাসা কর্মসূচিতে অংশ নেয়। এর আগে  রিবেং যুব সংঘ, মধ্য বোয়ালখালী গাবুজ্যা-গাবুরী র‌্যালি ও ফুল ভাসা কর্মসূচিতে অংশ নেয়।

Exit mobile version