parbattanews

ফের পাহাড় ধসে প্রাণহানির শঙ্কায় খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

ফের প্রবল বর্ষণে পাহাড় ধসে প্রাণহানির শঙ্কায় খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। জেলায় খোলা হয়েছে ৬টি আশ্রয় কেন্দ্র।

খাগড়াছড়িতে পাহাড় ধসের ঝুঁকিতে বসবাস করছে প্রায় দুই সহস্রাধিক পরিবার। টানা তিনদিনের বর্ষণের কারণে বিশেষ করে খাগড়াছড়ি জেলা শহরের কলাবাগান, ন্যান্সিবাজার, শালবন, হরিনাথ পাড়া গ্যাপ, আঠার পরিবার, সবুজবাগ ও কলেজ গেইট এলাকায় আবারও পাহাড় ধস দেখা দেওয়ায় প্রাণহানির আশঙ্কা প্রবল হয়ে উঠেছে।

এদিকে বর্ষণ অব্যাহত থাকায় ক্ষয়ক্ষতি এড়াতে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিচ্ছে প্রশাসন।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম জানান, পূর্বে খোলা আশ্রয় কেন্দ্রগুলো ব্যবহারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত জুন মাসে বর্ষনে দুই দফার পাহাড় ধসে খাগড়াছড়িতে ৪ জনের মৃত্যু ও ৯ জন আহত হয়। ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু ঘরবাড়ি।

Exit mobile version