parbattanews

ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যকারীকে কর্মস্থলে যাওয়ার সময় একা পেয়ে মারধরের অভিযোগ

মারধর

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় পূর্ব শূত্রতার জের ধরে দূর্বৃত্তের হামলায় বেলাল উদ্দিন নামের এক কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধা মাঝি ঘোনার আবুল ফজল বাদশার পুত্র ও মগনামা ইউনিয়নের সাতঘর পাড়া কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোভাইডার। রবিবার সকাল সাড়ে ৮ টায় তিনি তার কর্মস্থল মগনামা সাতঘর পাড়ায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

হামলার শিকার বেলাল উদ্দিন জানান, প্রতিদিনের মতো আমি বারবাকিয়া থেকে আমার কর্মস্থল মগনামা সাতঘর পাড়া কমিউনিটি ক্লিনিকে যাচ্ছিলাম। এ সময় পূর্ব থেকে ওঁৎপেতে থাকা মগনামা ইউনিয়নের পশ্চিম বাজার পাড়া এলাকার আবদুল মজিদের ছেলে রিয়াজ উদ্দিন মারধর শুরু করে। এক পর্যায়ে স্থানীয় এমইউপি মাদুসহ আরো কয়েকজন এসে আমাকে উদ্ধার করে। পরে আমি  বিষয়টি তাৎক্ষনিকভাবে মগনামা ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমকে মৌখিক ও লিখিতভাবে অবগত করে অভিযোগ দায়ের করি । এছাড়াও আমি আমার কর্তৃপক্ষ পেকুয়া সরকারী হাসপাতালের টিএইচ ডা: মুজিবুর রহমানকে বিষয়টি অবগত করি।

এদিকে অভিযুক্ত রিয়াজ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে ফেইসবুকে আমার ও পরিবারকে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করে আসছিল। ঘটনার দিন আমি এর কারণ জিজ্ঞাস করায় কথাকাটাকাটি হয়েছে মাত্র। এর চেয়ে বেশি কিছু নয়।

Exit mobile version