parbattanews

ফেসবুকে চাকরি দেওয়ার আগে কী প্রশ্ন করেন জুকারবার্গ?

facebook2-500x275তথ্য প্রযুক্তি ডেস্ক:
মার্ক জুকারবার্গ, মাত্র ৩০ বছর বয়সে বিশ্বের জনপ্রিয়তম সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের কর্ণধার নিজেকে একজন ভালো ‘বস’ বলে দাবি করলেন। বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস অনুষ্ঠানে এসে উপুড় করে দিলেন নিজের সংস্থার অন্দরের খবর। চাকরি দেওয়ার আগে কী প্রশ্ন করেন নবাগতদের? কোন উত্তরেই বা খুশি হন, গল্পের ছলে বললেন সব কথা।

টাউন হলের অনুষ্ঠানে জুকারবার্গের বক্তব্য, আমার সংস্থায় তাঁরাই কাজ করতে পারবে, যারা আমার জন্য কাজ করবে। আমি তো তাদের জন্যই কাজ করছি, তাহলে তাঁকেও আমার হয়ে, আমার মতো করে কাজ করতে হবে। আমার মতে এটা বেশ ভালো একটা পরীক্ষা।

বৃহস্পতিবার এই অনুষ্ঠানে এসে জুকারবার্গ বলেন, লাতিন আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার মতো উন্নয়নশীল মহাদেশে স্মার্টফোনের ব্যবহার বাড়ানোর দিকে মন দিয়েছে ফেসবুক। তবে বেশ কিছু মোবাইল সার্ভিস অপারেটর বিনামূল্যে হোয়াটস অ্যাপ ও ফেসবুক পরিষেবা দেওয়ায় তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে। যার আাঁচ এসে পড়েছে ফেসবুক কর্তার উপরেও।

Exit mobile version