parbattanews

ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের দায়ে খাগড়াছড়িতে এক যুবক আটক

ফেসবুকে ইসলাম ধর্ম বিরোধী উগ্র মন্তব্যের দায়ে ডিজিটাল নিরাপত্তা আইনে খাগড়াছড়িতে সনাতন ধর্মাবলম্বী এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৭  এপ্রিল,) রাত ৯টার দিকে জেলা শহরের বটতলী এলাকা থেকে অমিত আচার্য্য নামে ওই যুবকে আটক করা হয়।

আটক অমিত ভট্টাচার্য (২৯) খাগড়াছড়ি জেলা শহরের রূপনগর এলাকার বাসিন্দা মিহির ভট্টাচার্যের ছেলে। ফেসবুকে ‘ঋদ্ধ ঋষি’ ছদ্মনামের প্রোফাইলটি পরিচালনা করতো অমিত।

শনিবার সন্ধ্যায় ওই প্রোফাইল থেকে ইসলাম ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারীর একটি ভিডিওচিত্রে উস্কানিমূলক মন্তব্য করেছিলো সে।

অমিত ভট্টাচার্য এমন মন্তব্যের পর তাৎক্ষনিক তার ওই মন্তব্যটি ভাইরাল হয়ে যায়। উত্তেজনা ছড়িয়ে পড়ে ফেসবুক জুড়ে। পরে সে নিজ এলাকা থেকে পালিয়ে বটতলী এলাকায় চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকেই তাকে আটক করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রশিদ জানান, ‘ওই যুবকের মন্তব্য ধর্মীয় উস্কানিমূলক। তাই তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরে করা হয়েছে মামলার নং ০৭ তারিখ ১৭/০৪/২০২১ইং।

Exit mobile version