parbattanews

ফেসবুক নিয়ে আসছে ডিজিটাল মুদ্রা ‘লিব্রা’

‘লিব্রা’ নামে নিজস্ব ডিজিটাল মুদ্রা নিয়ে আসছে সামাজিক মাধ্যম জায়ান্ট ফেসবুক। দীর্ঘদিন ধরে এই মুদ্রা নিয়ে আসার জল্পনা শেষে আনুষ্ঠানিকভাবে এই সেবাপণ্য আনার ঘোষণা দিয়েছে মার্ক জাকারবার্গের সংস্থা।

শুরুতে ভিসা, মাস্টারকার্ড, উবারসহ ২৮টি আন্তজার্তিক সংস্থার সঙ্গে এই মুদ্রা বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে ফেসবুক। এর মধ্যে পেমেন্ট কোম্পানি, বাণিজ্যিক গোষ্ঠী এবং ভেনচার ক্যাপিটার কোম্পানি রয়েছে।

২০২০ সালে সুবিধাজনক সময়ে ‘লিব্রা’ তার বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে বলেও জানিয়েছে ফেসবুক।

বিভিন্ন সূত্রমতে বিশ্বের ১৭০ কোটি মানুষের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, অথচ তাদের একটি বড় অংশের কাছে স্মার্টফোন আছে। ওই বিপুল অংশের মানুষকে ফেসবুক লিব্রার কাভারেজের ভেতরে নিয়ে আসতে চাচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।

এই ডিজিটাল মুদ্রা ব্যবস্থায় আর্থিক লেনদেনের জন্য কোনো ব্যাংক একাউন্টের প্রয়োজন হবে না বলে জানা গেছে। স্মার্টফোন ও ফেসবুক একাউন্টের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তে অর্থ পাঠানো সম্ভব হওয়া’সহ বিভিন্ন সেবা যুক্ত হবে এই লিব্রা ব্যবহার করে। ফেসবুকের এই ডিজিটাল মুদ্রা বিশ্বের ব্যাংকিং ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা।

Exit mobile version