parbattanews

বই উৎসব শুধু উৎসব নয় এটি জাতি গঠনের উৎসব: ব্রি. জে. একেএম সাজেদুল ইসলাম

গুইমারা প্রতিনিধি:

বই উৎসব শুধু উৎসব নয় এটি জাতি গঠনের উৎসব উল্লেখ করে  গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম বলেন, আধুনিক ও উন্নত শিক্ষায় শিক্ষিত জাতি গঠনে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকার নতুন বছরের শুরুতে সারাদেশে শিক্ষার্থীদের মাঝে উৎসব মুখর পরিবেশে বিনামুল্যে বই বিতরণ করছে।

মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি’র গুইমারা  শহীদ লে. মুশফিক উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যপুস্তক তুলে দিয়ে বই উৎসব-এর উদ্বোধন করে রিজিয়ন কমান্ডার বলেন, বই উৎসবের ফলে শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সুশিক্ষা গ্রহণের মাধ্যমে জীবনকে আলোকিত করতে এবং মাদককে না বলে, মাদকমুক্ত সমাজ গঠনের মাধ্যমে একটি সন্দর সমাজ এবং আলোকিত দেশ গড়ার আহ্বান জানান।

এসময় অন্যান্যদের মধ্যে গুইমারা রিজিয়নের ডিকিউ মেজর নাফিদাত হোসাইস, মেজর পারভেজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাকিম উদ্দিন শেখসহ শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উচ্ছসিত ও আনন্দিত।

Exit mobile version