parbattanews

বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির দাবিতে লামায় মানববন্ধন

pic 14.08 (1)

লামা প্রতিনিধি:

বান্দরবানের লামায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবিতে রবিবার বেলা ১১টায় মানববন্ধন করেছে লামা উপজেলা, শহর ও মাতামুহুরী কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে উপজেলার নির্বাহী অফিসার খালেদ মাহমুদ এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

উপজেলার ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উপজেলা পরিষদের সামনে রাস্তায় প্রায় ১ঘণ্টা দাঁড়িয়ে মানববন্ধন পালন করা হয়।  মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আবু মুসা ফারুকী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ মাহাবুবুর রহমান, ছাত্রলীগ নেতা মংক্যহ্লা মার্মা, মো. শাহীন, মো. সাদ্দাম হোসেন সহ প্রমূখ।

প্রধান অতিথি লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল বলেন, ১৫ আগস্ট ১৯৭৫ সালে বঙ্গবন্ধু খুন হয়। যে লক্ষ্য নিয়ে বাংলাদেশ নামের রাষ্ট্রটির জন্ম হয়েছিল সেই লক্ষ্যকে পেছনে রেখে উল্টো পথে যাত্রা শুরু করল বাংলাদেশ। স্বাধীন একটি দেশের স্বাভাবিক পথ চলা ব্যাহত হলো। দীর্ঘ মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে সৃষ্টি হওয়া বাংলাদেশ তার গন্তব্য হারাল। আজ এই শোকের দিনে আমাদের তাই নতুন করে শপথ নিতে হবে বাংলাদেশকে তার জন্মলগ্নের অঙ্গীকারে ফিরিয়ে নেয়ার। আর এটিই হবে বঙ্গবন্ধুকে প্রকৃত শ্রদ্ধা জানানোর অন্যতম পথ।

Exit mobile version