parbattanews

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে উখিয়া অনলাইন প্রেসক্লাব’র তিনদিনের কর্মসূচি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তিনদিনের কর্মসূচি হাতে নিয়েছে উখিয়া অনলাইন প্রেসক্লাব।

উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আগামী ২৭, ২৮ ও ২৯ শে মার্চ তিন দিনব্যাপী কর্মসূচির মধ্যে প্রথমদিন খতমে কোরআন, দোয়া মাহফিল ও গণভোজ, দ্বিতীয় দিন “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক রচনা প্রতিযোগিতা এবং শেষ দিন আলোচনা সভা, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচরদের সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন উখিয়া অনলাইন প্রেসক্লাব সভাপতি শফিক আজাদ ও সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া।

রচনা প্রতিযোগিতার নিয়মাবলি:
ক গ্রুপ (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি)
খ গ্রুপ (নবম ও দশম শ্রেণি)
গ গ্রপ (একাদশ ও দ্বাদশ শ্রেণি)

উল্লেখ্য, রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ৬০০ শব্দের A-4 সাইজের কাগজে স্ব হস্তে লিখে উখিয়া অনলাইন প্রেসক্লাব’র অস্থায়ী কার্যালয় আরাফাত হোটেলের ৩য় তলায় ২৮ মার্চ দুপুর ২টার মধ্যে জমা দিতে হবে।

Exit mobile version