parbattanews

বঙ্গবন্ধুর জ্বালাময়ী ভাষণে উদ্দীপ্ত ও অনুপ্রাণিত বাঙালি জাতি ছিনিয়ে এনেছে লাল সবুজের পতাকা: দীপংকর তালুকদার

রাঙ্গামাটি প্রতিনিধি:

সাবেক পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য দীপংকর তালুকদার বলেছেন, বঙ্গবন্ধুর জ্বালাময়ী ৭ই মার্চ ভাষণে উদ্দীপ্ত ও অনুপ্রাণিত বাঙালি জাতি স্বাধীনতার মধ্যে দিয়ে ছিনিয়ে এনেছে লাল সবুজের পতাকা। সেই বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি অর্জন বাঙ্গালী জাতির জন্য অত্যন্ত গৌরবের। এই অর্জন দেশকে আরো উন্নয়নের দিকে এগিয়ে নিতে জাতিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হবে। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় শনিবার (২৫ নভেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে  জেলা  শিল্পকলা একাডেমি সম্মেলন কক্ষে আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আলোচনা সভা উপস্থিত ছিলেন, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু এমপি, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল রিদওয়ান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, স্থানীয় সরকারের উপ-পরিচালক ড. প্রকাশ কান্তি চৌধুরী প্রমুখ।

দীপংকর তালুকদার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে সমগ্র জাতিকে মুক্তির দিক নির্দেশনা দিয়েছিলেন। বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের ৭ মার্চের সেই ভাষণটি উদ্দীপ্ত ও অনুপ্রাণিত করেছিল এ দেশের জাতিকে। সেই ভাষণ থেকেই মুক্তিকামী বাঙালি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার দিক-নির্দেশনা পেয়েছিল, পেয়েছিল সংগ্রামের অনুপ্রেরণা।

আলোচনা সভার আগে শহরের ভেদভেদী বঙ্গবন্ধুর ভাষ্কর‌্য থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় রাঙ্গামাটি বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনীসহ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

Exit mobile version