parbattanews

বঙ্গবন্ধুর ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় খাগড়াছড়িতে বর্ণাঢ্য আনন্দ শোভা যাত্রা

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় খাগড়াছড়িতে আনন্দ শোভা যাত্রা হয়েছে।

শনিবার(২৫ নভেম্বর) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ শেষে স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ শোভা যাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে টাউন হলে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর ভাষণের উপর রচনা, কুইজ ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে  পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, সদর জোন কমান্ডার লে. কর্ণেল জিএম সোহাগ, জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম ও পুলিশ সুপার আলী আহমেদ খানসহ বিভিন্ন দপ্তর ও বিভাগের প্রধানরা।

বর্ণাঢ্য আনন্দ শোভা যাত্রায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়।

Exit mobile version