parbattanews

বঙ্গবন্ধুর ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’র স্বীকৃতি পাওয়ায় খাগড়াছড়ি এপিবিএন-এ র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’র স্বীকৃতি পাওয়ায় শনিবার(২৫ নভেম্বর) সকালে খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এপিবিএন বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি অওরঙ্গজেব মাহবুব’র নেতৃত্বে আনন্দ র‌্যালিটি বের হয়ে প্রধান সড়ক ঘুরে এপিবিএন’র সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত ডিআইজি অওরঙ্গজেব মাহবুব  বলেন, ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণে মুক্তিযুদ্ধের পূর্বাভাস ছিল। সেদিনের ভাষণে উদ্বুদ্ধ হয়ে বাংলার মানুষ স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ট্রেনিং সেন্টারের নবীন ও প্রবীন সৈনিকদের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, এপিবিএন’র সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রশান্ত পাল ও ইন্সপেক্টর সাজ্জাদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তা। র‌্যালিতে ট্রেনিং সেন্টারের প্রশিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

 

Exit mobile version