parbattanews

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মহেশখালীতে মানববন্ধন

কুষ্টিয়ায় ববঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে এবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করলো মহেশখালি উপজেলা প্রশাসন।

শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মহেশখালী উপজেলা চত্বরের এই বিক্ষোভে নেতৃত্ব দেন মহেশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহাফুজুর রহমান।

এতে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা ওসি( তদন্ত) আশিক ইকবাল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহাফুজ আহমেদ, উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, মৎস্য কর্মকর্তা আবদুর রহমান খান, সমবায় কর্মকর্তা গোলাম মাসুদ কুতুবি, নিবার্চন কর্মকর্তা জুলকার নাঈম, যুব উন্নয়ন কর্মকর্তা নিরদ্র চন্দ্র, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার ফজলুল করিম, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি এম আজিজুর রহমানসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এতে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহাফুজুর রহমান বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা মানে পুরো জাতির উপর হামলা এবং বিশ্বের কাছে বাংলাদেশের মানচিত্রকে ছোট করার সামিল। কারণ বঙ্গবন্ধু কোন দল বা গোষ্ঠীর না বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। সুতরাং ভাস্কর্যের উপর হামলার বিষয়ে আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

Exit mobile version