parbattanews

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে নাইক্ষ্যংছড়িতে উপজেলা প্রশাসনের সভা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সম্প্রতি কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মানাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ঘন্টাব্যপি আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন।

“জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান ” এই স্লোগানকে বুকে ধারণ করে শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারিদের আয়োজনে উপজেলা প্রশাসনের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো,শফি উল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মো,আলমগীর হোসেন, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান মংলা মার্মা, আওয়ামী লীগের সহ- সভাপতি মো. তসলিম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক মো, ইমরান সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার, উপজেলা শিক্ষা অফিসার ত্রি রতন চাকমা, বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক মাওলানা নুরুল বাশারসহ উপজেলার সকল স্তরের কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষক, সাংবাদিকেরা আলোচনা সভায় যোগ দেন ।

আলোচনা সভায় বক্তরা বঙ্গবন্ধুর নির্মানাধীন ভাস্কর্য ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়ে দেশের সকল স্তরেরে মানুষ একত্রিত হয়ে ভাস্কর্য রক্ষা করার দৃঢ় শপথ গ্রহণ করে এ ধরণের সহিংসতার সাথে জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান বক্তারা।

Exit mobile version