parbattanews

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে খাগড়াছড়িতে বাসমাশিস’র মানববন্ধন

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) খাগড়াছড়ি জেলা শাখা।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে খাগড়াছড়ি জেলার ৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে অর্ধশতাধিক শিক্ষক মানববন্ধনে অংশ নেয়।

খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশাপূর্ন চাকমার সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম সম্পাদক ও খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক চম্পানন চাকমা, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী ও চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সদস্য প্রিয়বসু ত্রিপুরা।

সভায় বক্তারা বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

সভায় চম্পানন চাকমা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের দেশ ও জাতির শত্রু হিসেবে চিহ্নিত করে দেশের বঙ্গবন্ধুসহ সকল ভাস্কর্যের সম্মান ও নিরপত্তা প্রদানের জন্য সরকারের নিকট দাবি জানান

তিনি বলেন, বঙ্গবন্ধু ভাস্কর্য ভাংচুর করে সন্ত্রাসীরা দেশকে একটা অস্থিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে।
তিনি বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরকারীসহ তাদের মদদ দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান।

Exit mobile version