‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে দেশের স্বাধীনতার উপরই আঘাত করেছে জামায়াত-শিবির’

fec-image

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করে দেশের স্বাধীনতার উপরই আঘাত করেছে জামায়াত-শিবির ও তাদের দোসররা। স্বাধীনতাবিরোধী চক্র বর্তমান সরকারের উন্নয়ন অগ্রগতি ব্যাহত করতেই পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে।

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রবিবার (৬ ডিসেম্বর) রামগড়ে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে দেয়া বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিশ্ব প্রদীপ কার্বারী এ কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। রবিবার (৬ ডিসেম্বর) বিকাল ৫টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণ হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয় প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

রামগড় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বপ্রদীপ কুমার কার্বারীর সভাপতিত্বে এ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ শের আলী ভুইঞা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার ফারুক, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম কামাল, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের আপামর জনসাধারণের কাছে একটা অনুভূতির নাম, ভালোবাসার নাম৷ এই অনুভূতিতে আঘাত দেয়া মানে সমগ্র বাংলার মানুষের হৃদয়ে আঘাত দেয়া৷ যারা বঙ্গবন্ধুকে অবমাননা করবে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু, ভাস্কর্য
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন