parbattanews

‘বঙ্গবন্ধু এ দেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত করেছেন’

ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষ্যে কক্সবাজারের পেকুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন হলরুমে পেকুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার হানিফ চৌধুরীর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়ার সাংসদ জাফর আলম।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিকি মারমা, পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার, জেলা আওয়ামী লীগ সদস্য এস এম গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কাসেম, অ্যাডভোকেট কামাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক, মুক্তিযোদ্বা কমান্ডার ছাবের আহমদ, বখতিয়ার উদ্দিন চৌধুরী।

এসময় সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক জহিরুল ইসলাম, উজানটিয়ার সভাপতি তোফাজ্জল করিম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এস এম শাহাদাত হোসেন, কৃষক লীগ আহবায়ক মেহের আলী, যুগ্ম আহবায়ক শাহেদুল ইসলাম শহিদ, আমিরুল খোরশেদ চৌধুরী প্রমুখ।

আলোচনা সভায় সাংসদ জাফর আলম বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের দ্বারা অনুপ্রাণিত হয়েই বাঙ্গালী জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং এ দেশকে পাকিস্তানি স্বৈর শাসনের হাত থেকে মুক্ত করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত করেছিল।

বঙ্গবন্ধু শুধু নেতা ছিলেন না বটে তিনি কবিও ছিলেন বটে।

দেশ স্বাধীন হবার পর ৭১ এর পরাজিত শক্তিরা বঙ্গবন্ধুকে হত্যা করেই ক্ষান্ত হয়নি তারা বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনাকে বার বার হত্যার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি সকল নেতা-কর্মীদেরকে সজাগ দৃষ্টি রেখে নেত্রীর নিরাপত্তা ও দেশের উন্নয়নের সহযাত্রী হিসাবে একসাথে কাজ করার আহবান করেন । আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়ার আহ্বান জানান।

Exit mobile version