parbattanews

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননার প্রতিবাদে কাপ্তাইয়ে আ’লীগের সমাবেশ

কাপ্তাই প্রতিনিধি:

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননা ও মানহানির দায়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে কাপ্তাই উপজেলা আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে বুধবার(আগস্ট) বড়ইছড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বলা হয় সম্প্রতি কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন সদস্য সংগ্রহ ও নবায়ন সভা করার জন্য ওয়াগ্গা ইউপি ভবনের তালা ভেঙ্গে বঙ্গবন্ধুর ছবি ও প্রধানমন্ত্রীর ছবি উল্টো করে সভা করে। যা ২০০১এর(৫)ধারা মোতাবেক বেআইনী এবং মানহানিকর।

এ ব্যাপারে ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরনজিত তংচঙ্গ্যা বাদি হয়ে উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যানকে প্রধান আসামি করে দশ নেতাকর্মীর বিরুদ্ধে কাপ্তাই থানায় একটি মামলা দায়ের করা হয়। আ’লীগের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক। বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আ’লীগ সম্পাদক প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমন, সেচ্ছাসেকলীগ সম্পাদক একরামুল হক, যুবলীগ সম্পাদক তানভির আহমেদ, কৃষকলীগ সভাপতি শামসুদ্দিন, উপজেলা যুগ্ম সম্পদক ইব্রাহিম খলীল, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর হরমান মুক্তার, বিউবো শ্রমিক সম্পাদক আব্দুল ওহাব, ইউনিয়ন সভাপতি সাগর চক্রবর্ত্তী প্রমুখ।

বক্তরা বলেন, উপজেলা চেয়ারম্যানকে সাত দিনের মধ্যে আটক এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান থেকে অতিদ্রুত অপসরনের দাবি জানানো হয়। আর তা না হলে ওই চেয়ারম্যানকে যে খানে পাওয়া যাবে সে খানে গণ ধোলাই করে প্রশাসনের নিকট দেওয়া হবে বলেও উল্লেখ করেন। পরে নির্বাহী কর্মকর্তা বরাবর প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রনালয়, পার্বত্য বিষয়ক মন্ত্রনালয় ও রাঙ্গামাটি জেলা প্রশাসক বরাবর স্বারক লিপি প্রদান করা হয়।

Exit mobile version