parbattanews

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপে বালাঘাটা ও রাজবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা গোল্ডকাপ ফুটবল জেলা পর্যায়ের প্রতিযোগিতার ফাইনাল খেলায় বালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক দল) ও রাজবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা দল) চ্যাম্পিয়ান হয়েছে। প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপি প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসলাম বেবী, সহ-সভাপতি দিপ্তি কুমার বড়ুয়া, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিটন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার বিকেলে স্থানীয় রাজার মাঠে ফাইনাল খেলায় সদর উপজেলার রাজবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল ১-০ গোলে পরাজিত করে লামা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে। দলের পক্ষে গোলটি করেন মাশৈচিং মারমা।

বান্দরবান জেলা সদরের বালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল বনাম নাইক্ষ্যংছড়ির বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্ধারিত সময়ের খেলায় ৩-৩ গোলে ড্র থাকে। ফলে চ্যাম্পিয়ান দল নির্ধারণ করতে

টাইব্রেকারে ৩-২ গোলে ব্যবধানে বালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ান হয়।  টুর্নামেন্টে ৭টি গোল করে সেরা গোলদাতার পুরস্কার পান বাইশারী দলের রমজান আলী।

খেলা শেষে অংশগ্রহনকারী দলকে ট্রফি তুলে দেন প্রধান অতিথি বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় তিনি চ্যম্পিয়ন দু-দলকে নগদ ১০ হাজার টাকা ও রানার আপ দলকে ৭ হাজার টাকা উপহার দেন। এছাড়াও সেরা খেলোয়াড়, সেরা গোলদাতার হাতেও ব্যক্তিগত আর্থিক পুরস্কার তুলে দেন মন্ত্রী। টুর্নামেন্টে জেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।

Exit mobile version