parbattanews

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণ

মাটিরাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। ইউনিয়ন পর্যায়ের খেলা শেষে বিজয়ীদের নিয়ে বুধবার (৩রা জুলাই) বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয় উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা।

মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান’র সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

সহকারী কমিশনার (ভুমি) অমিত চক্রবর্তী, মাটিরাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. এরশাদ আলী ও মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পাহাড়ি জনপদ মাটিরাঙ্গায় ক্ষুদে ফটবলার সৃষ্টি ছাড়াও নতুন প্রজন্মের কাছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ বাংলাদেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানানো অন্যতম উদ্দেশ্য উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, আজকের এ শিক্ষার্থীরা যদি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চর্চা করে তাহলে তাদের ভবিষ্যতে নেশাগ্রস্ত হবার কোন সুযোগ থাকে না। তাছাড়া নিজেদের শুধু খেলাধুলা নয়, ক্ষুদে শিক্ষার্থীদেরকে দেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা লাভের ইতিহাস জানাতে হবে।

এর আগে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পৃথক দুটি ফাইনাল খেলায় ক্ষুদে ফুটবলারদের ফুটবল নৈপুন্য উপভোগ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ ।

বঙ্গমাতা শেখ ফুজলাতুন্নেছা মুজিব সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে যতনকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ৩-২ গোলে হারিয়ে ভবানিচরণ রোয়াজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে তানাক্কাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে তপ্তমাস্টার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

Exit mobile version