parbattanews

বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ফিশিং ট্রলার ডুবি

মহেশখালী প্রতিনিধি:

বঙ্গোপসাগরে সৃষ্ট লগু চাপের কারনে গত কয়েক দিন ধরে বৈরী আবহাওয়ার সৃষ্টি হয়েছে। ফলে শুক্রবার (২১ সেপ্টেম্বর) বিকালে বেশ কয়েকটি ফিশিং ট্রলার দূর্ঘটনার শিকার হয়েছে।
তবে এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

মহেশখালীর গোরকঘাটা এলাকার বাসিন্দা ফিশিং এফবি জানিবা খালেদা -১ এর মালিক আনছারুল করিম জানান, গেল ১৪ সেপ্টেম্বর আমার ট্রলারটি ১৬ জন জেলে নিয়ে সাগরে মাছ আহরণ করতে যায়। মাছ আহরণ করে ফেরার পথে  ‍বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বিকালে জালছিরা নামক স্থানে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এসময় আমার ট্রলারের ৪২ পিচ জাল ও মাছ পানিতে ডুবে যায়। পাশে অবস্থিত স্থানীয় ভুট্টু কো১ ট্রলারটি মাঝি মাল্লাদের উদ্ধার করে কুলে নিয়ে আসে। এবিষয়টি থানা প্রশাসন কে অবহিত করে একটি সাধারন ডাইরি করে ট্রলার মালিক।

Exit mobile version