parbattanews

বঙ্গোপসাগরে জলদস্যুর গুলিতে ৩ জেলে আহত, ট্রলার ছিনতাই

গুলিবর্ষণ

স্টাফ রিপোর্টার:
বঙ্গোপসাগরে জলদস্যুর গুলিতে ৩ জেলে গুলিবিদ্ধ হয়েছে। এসময় ১৪ মাঝি-মাল্লাকে অপরকে ট্রলারযোগে কূলে ফেরত পাঠালেও ছিনিয়ে নেয়া হয়েছে এফবি আল্লাহ দান-৮ নামের একটি ফিশিং ট্রলার। বুধবার সন্ধ্যায় এ ঘটনায় গুলিবিদ্ধ ৩ জেলেকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, বাঁশখালীর প্রেমাশিয়া এলাকার মৃত আলী আহমদের পুত্র আতিকুর রহমান (৩৫), ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর এলাকার আবদুল কুদ্দুস মিয়ার পুত্র নুরুল ইসলাম (২৮), নোয়াখালীর রমগতি এলাকার মৃত মো. ইউনুছের পুত্র আবদুল খালেক (৫০)।

আহতরা জানিয়েছেন, চট্টগ্রামের দিল মোহাম্মদ নামের এক ব্যক্তির মালিকাধিন এফবি আল্লাহ দান-৮ নামের একটি ফিশিং ট্রলার নিয়ে তারা সাগরে মাছ ধরতে যায় ১৪ মাঝি-মাল্লা। বুধবার সকালে বঙ্গোপসাগরের গুলিরদার নামের পয়েন্টে জলদস্যূরা হানা দেয়। এতে গুলিবিদ্ধ হন ৩ জন। দস্যূরা আহতসহ ১৪ মাঝি-মাল্লাকে অপর একটি ট্রলারে তুলে দিয়ে জাল, মাছ ও অন্যান্য মালামাল সহ ট্রলারটি ছিনিয়ে নিয়ে গেছে।

কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সাংগঠণিক সম্পাদক মোস্তাক আহমদ জানিয়েছেন, সম্প্রতি সাগরে জলদস্যূতা বৃদ্ধি পেয়েছে ব্যাপক। গত এক সপ্তাহে সাগরে কক্সবাজারের ১৩ টি ট্রলার ডাকাতি হয়েছে।

Exit mobile version