parbattanews

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবি: ১ রোহিঙ্গা নিখোঁজ

27052013244

টেকনাফ সংবাদদাতা:
সোমবার বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে মাছ শিকাররত ইঞ্জিন চালিত একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। টেকনাফের এই ঘটনায় ৪ মাঝিমাল্লা জীবিত উদ্ধার হলেও এক রোহিঙ্গা জেলে এখনো নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তি হচেছন লেদা আনরেজিষ্ট্রাট রোহিঙ্গা ক্যাম্পের শাহ আলম। সোমবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া ঘাট দিয়ে নূর আহাম্মদ প্রঃ সূর্য মিয়ার মালিকানাধীন ইঞ্জিন নৌকায় প্রতিদিনের ন্যায় ৫ জন মাঝিমাল্লা বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়। মাছ শিকাররত অবস্থায় দুপুরে আকর্ষিক ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাসহ মাঝিমাল্লা সাগরে ডুবে যায়। এতে ৪ জন মাঝিমাল্লা কোন মতে জীবিত কূলে ফিরে আসলেও রোহিঙ্গা জেলে নিখোঁজ রয়ে যায়।

সাগর থেকে কূলে ফিরে আসা মাঝিমাল্লারা স্থানীয়দের জানান, হঠাৎ করে সাগরে ঝড়ো বাতাসের গতিবেগে নৌকাসহ তারা সাগরে ডুবে যায়। বাতাস শুরুর সাথে সাথে তার আর কিছু দেখিনি সাগরে পড়ে গেছে। তারা সাতারে কূলে ফিরে আসতে সক্ষম হয়েছে।

এ দিকে স্থানীয় ইউপি সদস্য উমর হাকিম জানান, হাবিরছড়ার একটি নৌকা সাগরে ডুবির ঘটনায একজন রোহিঙ্গা নাগরিক নিখোঁজ রয়েছে বলে তিনি শুনেছেন। তবে বিস্তারিত তিনি জানেনা।

Exit mobile version