parbattanews

বঙ্গোপসাগর থেকে উদ্ধারপ্রাপ্ত মালয়েশিয়াগামীদের চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে

টেকনাফ প্রতিনিধি:
সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে নৌবাহিনী কর্তৃক আটককৃত মালয়েশিয়াগামী যাত্রীদের চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে । ১৭ নভেম্বর সকালে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে একটি থাই ট্রলার থেকে ৬১৪ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

আটক লোকজনের মধ্যে ২১ জন মাঝি-মাল্লা এবং ২০ জন নারী ও শিশুসহ ট্রলারটি জব্দ করা হয়েছে। আটক লোকজনের মধ্যে মিয়ানমার ও বাংলাদেশের নাগরিক রয়েছে।

নৌবাহিনীর সেন্টমার্টিন স্টেশনের লে. কমান্ডার মোস্তফা কামাল জানান- বেলা দুইটার দিকে তাঁদের টহল জাহাজ বিএন দুর্জয় সেন্টমার্টিন দ্বীপের অদূরে প্রায় ১০০ নটিক্যাল মাইল দক্ষিণ -পশ্চিম বঙ্গোপসাগর দিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ট্রলারটিকে আটক করে।

তিনি বলেন, ট্রলারটি থাইল্যান্ডের বলে তাঁরা জানতে পেরেছেন। নৌবাহিনীর সেন্টমার্টিন স্টেশনের লে. কমান্ডার মোস্তফা কামাল জানান, নৌবাহিনী টহলকালে বাংলার দূজয় ট্রলারসহ যাত্রীদের আটক করে। ১৮নভেম্বর সকালে যাত্রীসহ জাহাজটি সেন্টমার্টিন ছেড়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে এবং বিকাল ৫টায় পতেঙ্গা এলাকার ১৫ নং ঘাটে জাহাজটি পৌঁছেছে বলে নৌবাহিনী সূত্রে জানা গেছে।

Exit mobile version