parbattanews

বঙ্গোপসাগর থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৭

147

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজার সংলগ্ন গভীর বঙ্গোপসাগর থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত ‘এফভি রাফসান’ নামে একটি ট্রলার জব্দ করার পাশাপাশি ৭ জনকে আটক করা হয়। সোমবার দুপুরের দিকে র‌্যাব-৭ এর একটি দল ওই অভিযান চালায়। ইয়াবাগুলো মিয়ানমার থেকে কক্সবাজার নিয়ে আসা হচ্ছিল বলে জানা গেছে।

আটককৃতরা হলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া এলাকার মো. আবুল কাশেমের ছেলে মো. আলম প্রকাশ চলনদার (৪২), নুরুল আলমের ছেলে নাছির উদ্দিন (৪৪), মো. মফিজের ছেলে মো. জসিম (২২), সাইফুল হকের ছেলে মো. কলিম উল্লাহ (২৪), ফরিদ আহমেদ এর ছেলে মো. আশরাফ উদ্দিন (১৬), সুফি আলমের ছেলে মো. হোসেন (২৫) ও শেখের খিল এলাকার মঞ্জুর আলমের ছেলে মো. কামাল (২৬)

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সৈয়দ মোহসিনুল হক জানিয়েছেন, র‌্যাবের কাছে গোপন সূত্রে খবর ছিলো কতিপয় সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে সমুদ্রপথে ইয়াবার বড় চালান মাছ ধরার ট্রলারযোগে কক্সবাজার ও চট্টগ্রামে নিয়ে যায়। এর প্রেক্ষিতে গভীর পর্যবেক্ষণ করে র‌্যাব জানতে পারে, এফভি রাফসান নামে একটি ট্রলারযোগে বিপুল পরিমাণ ইয়াবার চালান মিয়ানমার থেকে কক্সবাজারের দিকে নিয়ে আসা হচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে দুপুরে র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমদ এর নেতৃত্বে একটি দল গভীর সমুদ্রে অভিযান চালিয়ে তাড়া করে ট্রলারটিসহ ৭ জনকে আটক করে।

তিনি আরো জানান, সাগরে তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে আটককৃতদের দেওয়া তথ্য অনুসারে ট্রলারটির কোল্ড স্টোরের ভিতর রাখা ৩ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১২ কোটি টাকা। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Exit mobile version