parbattanews

এক বছর পরে ফেরত এলো ৬ জেলে

টেকনাফ প্রতিনিধি:

মিয়ানমার থেকে এক বছর পর সোমবার(১৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে ছয় জেলেকে। তারা কক্সবাজারের সেন্টমার্টিন ও টেকনাফ সদরের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

ফেরত আসা জেলেরা হলেন আবদুল হামিদ (৩৭), ফজল আহমদ (৩৫), মোহাম্মদ হাশিম (২২), মোহাম্মদ সাদ্দাম (২২), মোহাম্মদ হোসাইন (৩৫) ও রশিদ উল্লাহ (৩২)।

২০১৬ সালের ৯ নভেম্বর সেন্টমার্টিনের পূর্ব-দক্ষিণে বঙ্গোপসাগর থেকে নৌকাসহ ছয়জন জেলেকে ধরে নিয়ে গিয়েছিল মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি।

নৌকা মালিক নাছির উদ্দিন বলেন, বাংলাদেশ সরকারের জোরালো প্রতিবাদ ও প্রক্রিয়ার কারণে জেলেরা এক বছরের মধ্যে ফেরত আসতে পেরেছেন। কারণ জেলেদের ধরে নিয়ে যাওয়ার পর প্রত্যেককে পাঁচ বছর করে সাজা দিয়েছিল সে দেশের আদালত।

টেকনাফ ২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, সোমবার সকালে টেকনাফ সদর সীমান্ত চৌকির সুবেদার মো. ইব্রাহিমের নেতৃত্বে বিজিবির একটি প্রতিনিধিদল মিয়ানমার যায়। সেখানে দেশটির সীমান্ত রক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) প্রতিনিধি এই ছয় বাংলাদেশি জেলেকে হস্তান্তর করে। এরপর দুপুরে তাদের নিয়ে টেকনাফ সীমান্ত চৌকিতে পৌঁছানোর পর জেলেদের টেকনাফ থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাইন উদ্দিন খান বলেন, ফেরত আনা জেলেদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়ার কাজ চলছে।

Exit mobile version