parbattanews

লংগদুতে বজ্রপাতে সোলারসহ ২টি ব্যাটারি বিস্ফোরিত

রাঙামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে মাইনীমুখ বন স্মৃতি বিশ্রামাগারের সোলার প্যানেল ও ২টি ব্যাটারিসহ যন্ত্রপাতি বিস্ফোরণে সোলার সিস্টেম অকেজো হয়ে গেছে।

বৃহস্পতিবার লংগদু উপজেলার বনবিভাগের পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা ও মাইনীমুখ বনশুল্ক পাড়ির ইনচার্জ শেখ ইয়াকুব আলী জানান, বুধবার মধ্য রাতের ঝড় বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাত ঘটে। এসময় বনবিভাগের মাইনীমুখ বন স্মৃতি বিশ্রামাগারের ২টি সোলার প্যানেলের ২টি বড় বারো ভল্টের ব্যাটারি বিস্ফোরিত হয়। সেই সাথে একটি স্টপলাইজার, ২টি সোলার প্যানেল সহ যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। বর্তমানে লংগদুতে ঠিকমত বিদ্যুৎ থাকে না। যা থাকে তাও লোভল্টেজের কারণে ঠিকমত বাতি জ্বলে না। যার কারণে মাইনীমুখ বন স্মৃতি বিশ্রামাগারের জন্য সোলার প্যানেল জরুরী প্রয়োজন।

ওই কর্মকর্তা আরও জানান, বন স্মৃতি বিশ্রামাগারটি বেশিরভাগ সেনাবাহিনী ও বনবিভাগের উর্ধ্বতণ কর্মকর্তাগণ ব্যবহার করে থাকেন। তাই জরুরী ভিত্তিতে নতুন করে সোলার প্যানেল ব্যাবস্থা করার জন্য উর্ধ্বতণ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়েছে।

Exit mobile version