parbattanews

বনবিভাগের কর্মকর্তা-কর্মচারী অপহরণের জেরে কাঠের ট্রানজিট পারমিট বন্ধ থাকায় ক্ষুদ্র ব্যবসায়ীরা দুর্ভোগে

কাপ্তাই প্রতিনিধি:

রাঙ্গামাটি লংগদুতে বন বিভাগের ৩ কর্মকর্তা -কর্মচারী অপহ্ত হওয়ার পর হতে রাঙ্গামাটি সদর, কাপ্তাইসহ বিভিন্নস্থানে সকল ধরনের গাছ, বাঁশ, ছন, জ্বালানী কাঠ ট্রানজিট পারমিট(টিপি) বন বিভাগের পক্ষ থেকে পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। বন বিভাগের লোকদের মুক্তি না দেওয়া পর্যন্ত এ পরিবহন চালু হবে কিনা তা নিয়ে ব্যবসায়ী মহল শঙ্কিত।

এদিকে সকল ধরণের গাছ, বাঁশ, জ্বালানী কাঠ বন্ধ হওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। অনেক ব্যবসায়ী জানান, জোতের মাল ঠিক সময় পরিবহন না করায় এবং বিভিন্ন পাটির নিকট থেকে অগ্রিম টাকা নেওয়ায় পাটির নিকট নানা কথা শুনতে হচ্ছে।

আজাদ নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, আমাদের দোষ কি আমরাতো আরকিছু করিনি।

বাঁশ ব্যবসায়ী কাশেম বলেন, টিপি বন্ধ থাকায় হ্রদে রাখা বাঁশ সঠিক সময় গন্তব্যস্থানে পৌছাতে না পারায় নষ্ট হতে চলছে।

সব চেয়ে বড় কথা এ কাজে জড়িত থাকা কয়েক হাজার শ্রমিকের অনাহারে দিন কাটছে।

তাই ক্ষুদ্র ব্যবসায়ীরা সব কিছু বিবেচনা করে বন বিভাগের বন্ধ করা পরিবহন ট্রানজিট খুলে দেওয়ার জন্য আহবান জানান।

Exit mobile version