বনভান্তের ৯৮তম জন্মদিনে রাঙামাটিতে ত্রিপিটকপাঠ উদ্বোধন ও র‌্যালি

news-pic-03-01-17-copy

রাঙামাটি প্রতিনিধি:

শ্রদ্ধেয় ‘বনভান্তে’র ৯৮তম শুভ জন্মদিন উপলক্ষে এবং দেব-মানব তথা সকল প্রাণী হিতসুখ ও মঙ্গললার্থে সদ্ধর্মপূজা (ত্রিপিটক পূজা) এবং ত্রিপিটক পাঠ উদ্বোধনে রাঙামাটিতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালিটি মঙ্গলবার দুপুরের দিকে রাজবন বিহার থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে  পুনরায় রাজবন বিহারে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, আগের দিনবনভান্তের জন্মস্থান মোরঘোনায় নির্মিত স্মৃতিস্তম্ভে ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়েছে।

রাজবন বিহারে সদ্ধর্মপূজা (ত্রিপিটক পূজা) এবং ত্রিপিটক পাঠ ৫ দিনব্যাপী অনুষ্ঠিত হবে। মঙ্গলবার হতে শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে ১০টা এবং বিকাল ৪টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভিক্ষুসংঘের ত্রিপিটক পাঠ ও মঙ্গল প্রদ্বীপ প্রজ্জ্বলন চলবে। ৮ জানুয়ারি বনভান্তের ৯৮তম জন্মদিন উদযাপন করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন