parbattanews

বন্দি বিনিময়ের জন্য মিয়ানমারের সামরিক বাহিনীকে চাপ দিচ্ছে আরাকান আর্মি

আরাকান আর্মি (এএ) আবারও মিয়ানমারের সামরিক বাহিনীকে প্রস্তাব দিয়েছে যে, যে সব ব্যক্তিদেরকে এএ’র সাথে কথিত সংশ্লিষ্টতার অভিযোগে আটক করা হয়েছে, তাদের ছেড়ে দেয়ার বিনিময়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর আটক সদস্যদেরকে মুক্তি দিবে তারা।

সশস্ত্র গ্রুপটি গত বুধবার এক বিবৃতিতে বলেছে যে, চিন রাজ্যের পালেতওয়াতে সম্প্রতি এক সংঘর্ষের সময় আরাকান আর্মি যে ১৩ সেনাকে আটক করেছে, তাদেরকে ছেড়ে দেয়া হবে যদি মিয়ানমার সামরিক বাহিনী তাদের কাছে আটক বন্দীদেরকে মুক্তি দেয়।

এএ তথ্য কর্মকর্তা খাইং থুখা বলেন, “আমরা আমাদের আগের বিবৃতিতে বলেছিলাম মিয়ানমারের সামরিক বাহিনী ও মিয়ানমার সরকার যদি বিভিন্ন অজুহাতে অবৈধভাবে আটককৃত রাখাইনের সকলকে ছেড়ে দেয়, তাহলে বিনিময় হিসেবে আমরা বন্দিদেরকে মুক্ত করে দেবো”।

এএ’র আগের বিবৃতিতে ১৭ জন পুলিশ ও সেনার একটি তালিকা দেয়া হয়েছিল যাদেরকে তারা গত অক্টোবরে রাথেদাউং টাউনশিপে একটি ফেরি থেকে অপহরণ করে।

প্রথম বিবৃতির জবাবে সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাউ মিন তুন বলেছিলেন যে, সামরিক বাহিনী কখনই কোন সন্ত্রাসীদের সাথে সমঝোতা করবে না।

সূত্র: সাউথএশিয়ানমনিটর

Exit mobile version