parbattanews

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে মহালছড়ি সেনা জোনের ত্রাণ বিতরণ

টানা অতিবৃষ্টিতে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় বেশ কিছু নিম্ন এলাকা পানির নিচে তলিয়ে যায় এতে উপজেলার বেশি কিছু ঘরবাড়ির লোকজন পানিবন্দি হয়ে পরে।

বুধবার (৯ আগস্ট) অতিবৃষ্টি, পাহাড় ধস এবং বন্যার কারণে মহালছড়ি, বিজিতলা, পাকিজাছড়ি, দাঁতকুপিয়া, গামারি ডালা, সিলেটি পাড়া, কাপ্তাই পাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত সর্বমোট ২০০ অসহায় পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে মহালছড়ি সেনা জোন।

পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি উন্নয়ন এবং খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোন নিজ দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

এছাড়াও সেনাবাহিনী আত্মরক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগ মোকাবেলাসহ দেশের আর্থসামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে হতদরিদ্র মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় আছে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে ।

ত্রাণ সামগ্রী পেয়ে সাধারণ মানুষ সেনাবাহিনীর প্রতি তথা মহালছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Exit mobile version