parbattanews

বন্য প্রাণীর জন্য নিরাপদ আবাসস্থল গড়ে তুলতে হবে

রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, বন্য প্রাণীর জন্য নিরাপদ আবাসস্থল গড়ে তুলতে হবে। বুধবার (৩০ জুন) সকালে বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসক সন্মেলন কক্ষে অনুষ্ঠিত বন্যপ্রাণী (হাতি) দ্বারা নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিসি মিজানুর রহমান আরও বলেন, বন্য প্রাণীর ক্ষতি আমরা না করলে তারা কখনো আমাদের ক্ষতি করবে না। পরিবেশ রক্ষায় তাদের নিরাপত্তা দেওয়া এটা আমাদের নৈতিক দায়িত্ব; এইজন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এইচ এম মাহফুরুল হাসান আব্বাসী, রাঙামাটি সদর রেঞ্জ কর্মকর্তা এস, এম মাহবুব উল আলম, রাঙামাটি জেলা প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক নুরুল আবছারসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বন্য প্রাণীর (হাতি) হাতে নিহত কাপ্তাই উপজেলার নিহত অভিজিত পালের বাবা শুধাংশু বিকাশ পাল ও লংগদু উপজেলায় নিহত আব্দুল মালেকের স্ত্রী মোছাম্মৎ ফিরোজা বেগমের হাতে তিন লাখ টাকা করে মোট ছয় লাখ টাকার চেক তুলে দেন অতিথিরা।

Exit mobile version