parbattanews

‘বন বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে’

pic-ha-12-05-15

মো.আবুল বাশার নয়ন:
রামু উপজেলার ঈদগড় রেঞ্জের বাইশারী বন বিটে সামাজিক বনায়নের (আগর বাগান) ২৫জন নারী-পুরুষ উপকারভোগীদের মাঝে দলিল হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১২মে) সকাল ১০টায় বন বিট কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) তৈয়ব উল্লাহ চৌধুরী বলেন, বন বাঁচাতে হলে স্থানীয়দেরকে কাজ করতে হবে। কারণ বন বাঁচালেই দেশ বাঁচবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার দারিদ্র বিমোচনে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এরই সূত্র ধরে অতিদরিদ্রদের মাঝে সামাজিক বনায়ন বরাদ্দ দিয়েছে। বর্তমানে উক্ত সামাজিক বনায়নের কারণে অনেক উপকারভোগী লাখ লাখ টাকা পাচ্ছে। তাই তিনি সকল উপকারভোগীদের গুরুত্ব সহকারে সামাজিক বনায়নকে রক্ষণাবেক্ষণ ও দেখভাল করার জন্য অনুরোধ জানান।

ঈদগড় রেঞ্জ কর্মকর্তা শেখর রায় চৌধুরীর সভাপতিত্বে ও বাইশারী বন বিট কর্মকর্তা এমদাদুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক সংবাদের নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি হাফিজুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা চৌধুরী ইয়াহিয়া, হাজী মো.ইউনুছ, নুরুল ইসলাম, নুরুল আমিন, গর্জনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শাহরান চৌধুরী মারুফ, বড়বিল ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জালাল উদ্দিন প্রমূখ।

Exit mobile version