parbattanews

বরকলে শিলা বৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি

নিজস্ব  প্রতিনিধি, রাঙামাটি:

রাঙামাটির বরকল উপজেলার দূর্গম বড়হরিণা ইউনিয়নে ঝড়ো বাতাস এবং শিলা বৃষ্টির আঘাতে অর্ধশত বসতি ও দোকান  এবং রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।  রোববার  দুপুরে  উপজেলায় এ শিলা বৃষ্টি শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে হঠাৎ ঝড়ো বাতাস ও শিলা বৃষ্টি শুরু স্থানীয় জনগণের প্রায় ২০টির মতো বাড়ি এবং১১টির মতো দোকান-পাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া অনেক কৃষকের আম এর বাগান ও লিচুর বাগান এবং ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

বড় হরিণা ইউনিয়নের মহালছড়ি গ্রামের ইদুজয় চাকমা, প্রীতি মিলন চাকমা প্রাণময় চাকমাসহ অনেকে জানান, শিলা বৃষ্টি এবং ঝড়ো বাতাসে তাদের বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া পারভিন জানান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ক্ষতিগ্রস্ত পরিবারদের তালিকা করার জন্য বলা হয়েছে। তালিকা পাওয়া গেলে ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

Exit mobile version