parbattanews

বর্ণাঢ্য আয়োজনে মাটিরাঙ্গায় বাংলা নববর্ষ উদযাপন

বর্ণিল সা‌জে ও বর্ণাঢ্য আয়োজনের খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ এ‌প্রিল) সকালে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আ‌য়োজন করা হ‌য়।

শুরুতে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গানটি পরিবেশনের মাধ্যমে দিবসের কর্মসূ‌চি শুভ সূচনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

বাহারি র‌ঙ্গের পোশা‌কে স‌জ্জিত নানা বয়‌সী লোকজনের অংশগ্রহ‌ণে শোভাযাত্রা‌টি উপ‌জেলা চত্বর থে‌কে শুরু হয়ে মা‌টিরাঙ্গা পৌর শহ‌র প্রদক্ষিণ শেষে উপজেলার ডি‌হিটাল সেন্টা‌রের সাম‌নে এসে শেষ হয়।

এখা‌নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মারমা সম্প্রদায়ের পাখা নৃত্যসহ, ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী গ‌রিয়া নৃত্যসহ ম‌নোজ্ঞ সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নের আ‌য়োজন করা হয়।

অনুষ্ঠা‌নে উপজেলা সহকারী ক‌মিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর, উপ‌জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহাম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, সাধারণ সম্পাদক সুবাস চাকমা সহ বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা, কর্মচা‌রি এবং নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত থে‌কে অনুষ্ঠান উপ‌ভোগ ক‌রেন।

Exit mobile version