parbattanews

বর্ণাঢ্য আয়োজনে গুইমারাতে সশস্ত্র বাহিনী দিবস পালিত

IMG 1

নিজস্ব প্রতিনিধি :

বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়ির গুইমারাতে পালিত হলো সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি উপলক্ষ্যে শনিবার দুপুরে ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন সদর দপ্তরে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অধিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. তোফায়েল আহাম্মেদ। তিনি বলেন, সশস্ত্রবাহিনীর সদস্য ও বীর মুক্তিযোদ্ধারাসহ দেশের জন্য যারা জীবন দিয়েছেন জাতি তা কোন দিনও ভুলবে না। তাদের নিবেদিত প্রাণ আমাদের আজ স্বাধীন সার্বভৌমত্ব দেশে উপহার দিয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে বিজিবি’র গুইমারা সেক্টর কমান্ডর কর্নেল মো. আকরামুল হকসহ সেনাবাহিনীর ও বিজিবি’র বিভিন্ন সামরিক পদস্থ কর্মকর্তার পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, হেডম্যান-পাড়া কার্বরী, সাংবাদিক এবং মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

পরে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের হাতে সম্মাননা তুলে দেন রিজিয়ন কমান্ডার। অন্যদিকে বর্ণাঢ্য আয়োজনে ৪ফিন্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনেও দিবসটি পালিত হয়েছে।

Exit mobile version