parbattanews

বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটিতে পার্বত্য শান্তিচুক্তির বর্ষপূর্তি পালন

রাঙামাটিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পার্বত্য শান্তিচুক্তির ২২তম বর্ষপূর্তি পালন করা হয়েছে

পার্বত্য জেলা পরিষদ সোমবার (২ ডিসেম্ভর) সকালে রাঙামাটিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পার্বত্য শান্তিচুক্তির ২২তম বর্ষপূর্তি পালন করেছে।

২২তম বর্ষপূর্তির উপলক্ষে জেলা পরিষদ সকালে বিশাল বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। র‌্যালিটি নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গনে সমবেত হয়। পরে নৃ-গোষ্ঠীর ইনস্টিটিউট প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায়

জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৯৯আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগ সভাপতি দীপঙ্কর তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩০৫ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইনুর রহমান পিএসসি, জেলা পরিষদ মুখ্য নির্বাহী কর্মকর্তা সাদেক হোসেন, জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ ও পুলিশ সুপার মোঃ আলমগীর কবির, আঞ্চলিক পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী মোঃ কামাল উদ্দিন, জেলা আওয়মী লীগ সহ-সভাপতি নিখিল কুমার চাকমা, চিং কিউ রোয়াজা, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বরসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান প্রধান বক্তৃতা করেন।

বর্ষপূর্তির আলোচনা সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার পার্বত্য শান্তি চুক্তি করেছে এবং এ সরকারই চুক্তির অধিকাংশ বাস্তবায়ন করেছে। সরকার ভূমি কমিশন আইন পাশ করেছে। শান্তিচুক্তি বাকি অংশগুলোও দ্রুত বাস্তবায়ন হবে। তবে এর জন্যে সকলের সহযোগিতা প্রয়োজন।

এ ছাড়া সন্ধ্যায় রাঙামাটি রিজিয়ন ও জেলা পরিষদের উদ্যোগে স্থানীয় চিংহ্লা মং মারি ষ্টেডিয়ামে শান্তিচুক্তির কনসার্ট অনুষ্ঠিত হবে।

Exit mobile version