parbattanews

বর্ণাঢ্য আয়োজনে লেঃ মুশফিক বিদ্যালয়ের বনভোজন-সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

PIC 111 copyগুইমারা প্রতিনিধি:

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো খাগড়াছড়ির গুইমারাতে সেনাবাহিনী পরিচালিত শহীদ লেঃ মুশফিক বিদ্যালয়ের বার্ষিক বনভোজন, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০১৫। এ উপলক্ষ্যে সকালে পিঠা উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা ও পিকনিকের আয়োজন করা হয়। এতে স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকগণ অংশগ্রহণ করেন। দুপুর ৩টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশনায় “৫২ থেকে ৭১” শিরোনামের নাটিকাটি মুগ্ধ করে দর্শকদের। এছাড়াও নাচ-গান, ফান, আর ছন্দে-আনন্দে পুরো রিজিয়ন প্রশিক্ষণ মাঠটি মাতিয়ে রাখে ক্ষুদে ছাত্রছাত্রীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী ছাত্রছাত্রী ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ২৪ আর্টিলারী ব্রিগেড, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ তোফায়েল আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে সিন্দুকছড়ি জোন অধিনায়ক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লেঃ কর্নেল রাব্বী আহসান, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল বাতেন, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্নেল রিয়াজুল করিম, মুশফিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) মিসেস নাছরিন হক প্রমুখ। পরে স্কুলের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট তুলে দেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক।

Exit mobile version