বর্ণিল আয়োজনে খাগড়াছড়ি মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত

fec-image

বর্ণিল আয়োজনে খাগড়াছড়ি মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ডিসেম্বর)দুপুরে খাগড়াছড়ি জেলা শহরের “বৈঠক” বাগানে খাগড়াছড়ি জেলা মহিলা সম্মেলনের উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেন, গণতন্ত্রের মা বিএনপির চেয়ারপার্সন তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি, বিদেশে সু-চিকিসা, দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার, বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করতে সবাইকে রাজপথে নামতে হবে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সংসদের কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ওয়াদুদ ভূইয়া। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও বিশেষ বক্তা ছিলেন.বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক এডভোকেট শাহানা আক্তার সানু।

খাগড়াছড়ি জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক কুহেলী দেওয়ানের সভাপতিত্বে ও খাগড়াছড়ি জেলা মহিলা দলের সহ-সভাপতি শাহেনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, আবু ইউসুফ চৌধুরী, সাধারণ সম্পাদক এম এন আবছার ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সংসদের সহ-প্রচার সম্পাদক লুৎফা খাতুন স্বপ্না।

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণিল আয়োজনে খাগড়াছড়ি মহিলা দলের সম্মেলনে বাঙালিদের পাশাপাশি চাকমা, মারমা ও ত্রিপুরা সম্পাদয়ের বিপুল সংখ্যক নারী নিজস্ব বর্ণিল পোষাকে অংশ নেন।

সম্মেলন শেষে কুহেলী দেওয়ানকে সভাপতি ও শাহেনা আক্তারকে সাধারন সম্পাদক ১৫১ সদস্যের খাগড়াছড়ি জেলা মহিলা দলের কমিটি ঘোষনা করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন