parbattanews

বর্ণিল আয়োজনে পানছড়ি লোগাং জোনের বর্ষবরণ

BGB PIC
নিজস্ব প্রতিবেদক, পানছড়ি:

বাংলা নববর্ষ ১৪২৪’কে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে বরণ করে নিল পানছড়িস্থ ৩ বিজিবি লোগাং জোন। এ উপলক্ষে দিনের কর্মসূচীর মধ্যে ছিল নানা আয়োজন।

বিশেষ করে গ্রাম বাংলার বহু ঐতিহ্য নজর কেড়ে নেয় সীমান্ত প্রহরীদের। দিনের শুরুতেই স্থানীয় গায়ক ও  নৃত্য শিল্পীদের বাউল গান ও মনমাতানো নৃত্যুর আনন্দে মুখরিত হয়ে উঠে ৩ বিজিবি লোগাং জোন সদর দপ্তর।

বিজিবি মাঠে গ্রাম-বাংলার ঐতিহ্যের সাজে নানান ষ্টল, যেমন খুশী তেমন সাজ, ঘুড়ি উড়ানো ও হারিয়ে যাওয়া দৃষ্টিনন্দন বেজী-সাপের লড়াই যেন বাংলা বর্ষকে নতুন রূপে রূপ দিয়েছে। ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লে. কর্ণেল মো. রফিকুল হাসান পিএসসি অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রাণভরে উপভোগ করেন অনুষ্ঠানাদি।

অনুষ্ঠানের মাঝামাঝিতে মাছ, আলুর ভর্তা, পেয়াজ, দু’একটি লংকার সাথে পান্তায় অংশ নেয় সকল সদস্যরা।

Exit mobile version