parbattanews

বর্ণিল আয়োজনে রাঙামাটিতে বড়দিন পালন

রাঙামাটিতে বর্ণিল আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন পালন করা হচ্ছে। বড়দিনে পাহাড়ের খ্রিস্টান পল্লীগুলোতে চলছে উৎসবের আমেজ এবং গীর্জাগুলোতে চলছে প্রার্থনা।

গতকাল সন্ধ্যায় রাঙামাটির বন্ধু যীশু টিলায় ক্যাথলিক গীর্জায় সমবেত প্রার্থনার মধ্যে দিয়ে ধর্মী এ উৎসব শুরু হয়। সমবেত প্রার্থনায় রাঙামাটির বিভিন্ন এলাকা থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।

রবিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে রাঙামাটির আসামবস্তী নির্মাল গীর্জা, রাঙামাটি ডিসি বাংলো গীর্জাসহ বিভিন্ন গীর্জায় গীর্জায় চলে ধর্মীয় এ অনুষ্ঠান। যীশুর জন্মদিনে ধর্মীয় অনুষ্ঠান শেষে চলে বিভিন্ন বাড়িতে বাড়িতে নানা আয়োজন।

এ দিকে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ও বিলাইছড়ির পাংখো পাড়ায় খ্রিস্টান ধর্মাবলম্বী পাংখোয়া ও খিয়াং সম্প্রদায়ের মানুষ বড়দিন উদযাপন করতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।

রাঙামাটি ক্যাথলিক চার্চের পাল পুরোহিত ফাদার মাইকেল রয় বলেন, দেশের উন্নয়ন, সমৃদ্ধির পাশাপাশি পাহাড়ের শান্ত পরিস্থিতিতে সকল মানুষ যাতে সুস্থ ও ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করতে পারে প্রভু যীশুর জন্মদিনে এমনটাই প্রার্থনা।

Exit mobile version