parbattanews

বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা যা শিখবে তা নিয়ে একদিন সোনার বাংলাদেশ পরিচালিত করবে

unnamed copy

চকরিয়া:

দেশকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে এবং মধ্যম আয়ের দেশে রুপান্তরিত করতে ছাত্রদেরকে নৈতিক পরিবেশ সৃষ্টির মাধ্যমে গড়ে তোলতে হবে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। তিনি ভিশন ২০২১ ও ২০৪১’র মিশন নিয়ে মধ্যম আয়ের দেশ ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ চালিয়ে যাচ্ছেন। বর্তমান সরকার হচ্ছে শিক্ষা বান্ধব সরকার। কোমলমতি শিশুরা যা শিখবে তা নিয়ে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা একদিন এ সোনার বাংলাদেশকে পরিচালিত করবে। শিক্ষা দ্বিক্ষায় আমরা উন্নত জায়গায় পৌঁছাতে পারলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সক্ষম হবো।

শনিবার চকরিয়া প্রি-ক্যাডেট গ্রামার স্কুলের আয়োজনে সম্মাননা প্রদান ও বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সকাল ১০টায় চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. শিরীণ আখতার প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, জঙ্গীবাদের দেশ কিন্তু আমাদের দেশ নয়। ইসলাম কখনও জঙ্গীবাদকে বিশ্বাস করেনা। আজকে যারা মা আছেন তাদের উদ্দেশ্যে ড. শিরীণ আখতার বলেন, ছেলে হোক আর মেয়ে হোক প্রতিটি সন্তানকে একজন আদর্শিক সু-নাগরিক হিসেবে গড়ে তোলা প্রত্যেক পরিবারের অপরিসীম দায়িত্ব ও কর্তব্য।

গ্রামার স্কুলের এডুকেয়ার ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আজম খাঁনের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সদস্য মনজুর হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাহেদুল ইসলাম, চকরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আকম গিয়াস উদ্দিন, চকরিয়া আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ এসএম মনজুর আলম, চকরিয়া রেড় ক্রিসেন্ট সোসাইটির টিম লিডার নুরুল আবচার, চুনতি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু নঈম আজাদ, গ্রামার স্কুলের এডুকেয়ার ফাউন্ডেশনের সদস্য অধ্যাপক শামসুল হুদা, অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, চকরিয়া প্রি-ক্যাডেট গ্রামার স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে এডুকেয়ার ফাউন্ডেশনের সদস্য, অভিভাবক-অভিভাবিকা বৃন্দ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও স্কুলের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

এতে অনুষ্ঠানের প্রধান অতিথি ড. শিরীণ আখতারকে বিদ্যালয়ের এডুকেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমদ সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করেন।

Exit mobile version