parbattanews

বর্তমান সরকার পাবর্তাঞ্চলে সড়ক উন্নয়নে অধিকতর গুরুত্ব দিচ্ছে- বীর বাহাদুর এমপি

Bandarban mp pic 25.7.2013

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবান সদর উপজেলার কুয়ালং ইউনিয়নের গলাচিপা হতে ছাউপাড়া পর্যন্ত ৪কিলোমিটার রাস্তার কাজ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নযন বোর্ডের অর্থায়নে গলাচিপা হতে ছাউপাড়া রাস্তার উদ্বোধন করেন প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, সহকারী প্রকৌশলী নুর হোসেন, কুয়ালং ইউনিয়নের চেয়ারম্যান সানা প্রু মারমা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর এমপি বলেছেন, বর্তমান সরকার গ্রামীণ জনগণের চলাচল ও কৃষিপণ্য সুবিধার্থে সড়ক উন্নয়নে জোর দিয়েছে। শিক্ষার উন্নয়নে পাড়াভিত্তিক বিদ্যালয় স্থাপন করছে। তিনি আরো বলেন, পার্বত্যাঞ্চলে মসজিদ, মাদ্রাসা, বৌদ্ধ বিহার, গীর্জাসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠমো উন্নয়নে অধিকতর গুরুত্ব দেয়া হচ্ছে। তারই অংশ হিসেবে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার গ্রামে গ্রামে রাস্তা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পুননির্মাণ, সংস্কার ও মেরামত কাজে বিপুল অর্থ ব্যয় করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং জেলাগুলোর উন্নয়নে নিয়োজিত সরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলো।
উদ্বোধন শেষে প্রধান অতিথি কুয়ালং ইউনিয়নে আওয়ামীলীগ আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন। সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রাম বোর্ডের অর্থায়নে কুয়ালং ইউনিয়নের গলাচিপা হতে ছাউপাড়া পর্য়ন্ত ৪কিলোমিটার সড়ক উন্নয়নে ২ কোটি ৮০ লক্ষ টাকা অনুমোদন দেওয়া হয়।

Exit mobile version