parbattanews

বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে কাজ করছে: রিয়াজ উল আলম

33

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামুতে কিন্ডার গার্টেন এসোসিয়েশন মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার এগারটি কিন্ডার গার্টেন স্কুলের ৩১৫ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে। রোববার বেলা ১২ টায় রামু উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম।পরিদর্শন শেষে রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্যালয়ে রামু কিন্ডার গার্টেন এসোসিয়েশন মেধা বৃত্তি পরীক্ষা আয়োজক কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

এসময় উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে রামুর কিন্ডার গার্টেন স্কুলগুলো। বর্তমান সরকারের চলমান শিক্ষাব্যবস্থার মানবজায় রেখে রামু উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে দায়িত্ব পালন করতে হবে। রামুতে কিন্ডার গার্টেন এসোসিয়েশন মেধা বৃত্তি পরীক্ষা চলমান রাখতে সহযোগিতা করবেন বলেও জানান তিনি।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় কালে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো. ছালামত উল্লাহ, রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ করিম, সূর্যের হাসি ক্লিনিক ব্যবস্থাপক খন্দকার দেলোয়ার হোসেন, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, উপজেলা যুবলীগ সভাপতি নীতিশ বড়ুয়া, রামু ট্যালেন্টস্ স্কুলের অধ্যক্ষ অধ্যাপক রফিকুল আলম চৌধুরী, এভারেস্ট টিচিং ইনস্টিটিউটের অধ্যক্ষ রাজু বড়ুয়া, আলহাজ্ব ফজল আম্বিয়া কেজি স্কুলের অধ্যক্ষ মো. আবদুর রহিম প্রমূখ।

রামু কিন্ডার গার্টেন এসোসিয়েশন মেধা বৃত্তি পরীক্ষা পরিচালনা সভাপতি মো. আবদুর রহিম জানান, উপজেলার ১১ টি কিন্ডার গার্টেন স্কুলের ৩১৫ জন ছাত্রছাত্রী এ মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে। তার মধ্যে প্রথম শ্রেণীর ৯৫ জন, দ্বিতীয় শ্রেণীর ৭২ জন, তৃতীয় শ্রেণীর ৫১ জন, চতুর্থ শ্রেণীর ৫১ জন ও পঞ্চম শ্রেণীর ৪৬ জন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষিত শিক্ষকরা মেধা বৃত্তি পরীক্ষা খাতা পরীক্ষণ করবেন। সোমবার বিকাল ৪ টায় পরীক্ষা কেন্দ্রের ফলাফল ঘোষনা করা হবে।

Exit mobile version