বলিউড ইন্ডাস্ট্রিতে টিকে থাকার রহস্য জানালেন জাহ্নবী কাপুর

fec-image

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর অভিনয়ের মাধ্যমে আলো ছড়িয়েছেন খুব অল্প সময়ে। তরুন অভিনেতা ও অভিনেত্রীদের মধ্যে বলিউডে শক্ত অবস্থানে রয়েছেন জাহ্নবী। তার এই শক্ত অবস্থানের পিছনে রয়েছে লুকিয়ে থাকা রহস্য। এবার সেই রহস্যই দর্শকদের জানালেন এই অভিনেত্রী।

সম্প্রতি কাজল ও টুইঙ্কল খান্নার শোয়ে করণ জোহরের সঙ্গে অতিথি হয়ে এসেছিলেন জাহ্নবী। সেখানে তাকে প্রশ্ন করা হয় যে, অভিনয় করতে এসে এখন পর্যন্ত কোন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন জাহ্নবী? এর উত্তরে অভিনেত্রী বলেন, ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে পুরুষ অভিনেতাদের ‘মেল ইগো’কে বুঝে চলতে হয়। আমি খুব ভালোভাবে সেটা বুঝেছি। আমি নিজেকে এই সমস্যা থেকে বাঁচানোর জন্য সিংহভাগ সময়ই নিজেকে প্রমাণ করার লড়াইয়ে নামি না। বোকা হয়ে থাকার ভান করি।

এতে আমার মনে হয় সমস্যা এড়ানো যায়। একই সঙ্গে এতে কারও বিরাগভাজন হওয়ার মতো সমস্যাও হয় না। আমি প্রথমেই নিজে ঠিক কতটা পারফর্ম করতে পারব তা দেখাতে যাই না। আমি প্রথমেই বলে দিই, আমি বুঝতে পারছি না ঠিক কীভাবে আমার অংশটা পর্দায় তুলে ধরব, এটাই নিরাপদ উপায় বলে আমার মনে হয়েছে।

জাহ্নবী আরও বলেন, আমি জানি, আমি এমন পরিবার থেকে বলিউডে অভিনয় করতে এসেছি যে আমার কাছে এরকম অনেক সুযোগ আছে যা অন্য অনেকের কাছেই নেই। কিন্তু সমস্ত সুযোগ থাকা সত্ত্বেও মাথায় রাখা প্রয়োজন যে সমস্যা এড়িয়ে চললে পেশাগত জীবনে অনেক কিছুই মাথায় রাখতে হয়। কাউকে আঘাত না করে নিজেকে বাঁচিয়ে চলতে পারলেই সবটা ঠিক থাকবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন