parbattanews

বলিপাড়ায় চিন্বুক ক্রেডিট ইউনিয়নে মিলন মেলা

 

থানচি প্রতিনিধি:

কারিতাস বাংলাদেশ সার্বিক সহযোগিতায় চিন্বুক ক্রেডিট ইউনিয়নের সকল সদস্য, সদস্যাদের অংশগ্রহণের মধ্য দিয়ে ক্রেডিট ইউনিয়নের আয় ব্যয়ের প্রাপ্তি অপ্রাপ্তি সাফল্য অগ্রগতি ভবিষ্যত পরিকল্পনা বিগত বছরের হিসেব নিয়ে মিলন মেলা ও  ৩য় বার্ষিক সাধারণ সভা বলিপাড়া ইউনিয়ন কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

ক্রেডিট ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে শনিবার(২০জানুয়ারি) সকাল ১০টায় বলিপাড়া ইউনিয়নের কমপ্লেক্স ভবনটি হয়ে ওঠে সদস্যদের মাঝে আনন্দ ঠিকানা  ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটি সভাপতি যোশুয়া ত্রিপুরার সভাপতিত্ব করেন।

বার্ষিক সাধারণ সভায় কারিতাস বান্দরবান জেলা দায়িত্বপ্রাপ্ত কর্মসূচি কর্মকর্তা রেমং আসাম প্রধান অতিথি, কারিতাসের সম্মনিত সমাজ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালনা কমিটি অন্যত্বম সদস্য সাধুরাম ত্রিপুরা, ক্যশৈপ্রু মারমা ( খোকা), উইলিয়াম ত্রিপুরা, মানুমে মারমা, কারিতাসের হিসাব কর্মকর্তা উথাইয়াইন রাখাইন, জুনিয়র কর্মসূচি কর্মকর্তা ক্যনুমং মারমা, সম্মনিত সমাজ উন্নয়ন প্রকল্পের থানচি উপজেলা সম্মনয় কমিটি সভাপতি মংবোওয়াংচিং মারমা, সাবেক ইউপি চেয়ারম্যান ক্যসাউ মারমা ও সমাজকর্মী বাদুরাম ত্রিপুরা  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

উল্লেখ্য স্বেচ্ছাসেবী সংগঠন কারিতাস বাংলাদেশ এর সহযোগিতায় সমাজ কর্মী যোশুয়া ত্রিপুরা, ডলু পাড়া নিবাসী চশৈপ্রু মারমা ও তাদের ১০/১২জনের প্রচেষ্টায় ২০১৫ সালে চিন্বুক ক্রেডিট ইউনিয়ন নামে অরাজনৈতিক সামাজিক প্রতিষ্ঠান শুভ যাত্রা করেন। যাত্রা শুরুতেই ১১টি পাড়ায় ২ শত সদস্য স্বতস্ফূর্ত অংশ গ্রহণের মধ্য দিয়ে বর্তমানে সদস্য সংখ্যা ৩শত ৫৫জন। ক্রেডিট ইউনিয়নের সদস্যদের সঞ্চয় করার বর্তমানে সঞ্চয়ী  হিসেবে ৬ লক্ষ ৩৬ হাজার ৯শত ২৮ টাকা এবং সেয়ার হোল্ডার  ৩ লক্ষ ৮৩ হাজার ৯শত টাকা মোট ১০ লক্ষ ৯২ হাজার ৩শত৮০ টাকা জমানো হয়েছে। সংরক্ষিত তহবিল,সমবায় তহবিল, ক্ষুদ্রঋণ তহবিল, বিমা তহবিল, জীবন বীমা তহবিলসহ ৭টি তহবিল করে সদস্যদের পরিবারের স্বাবলম্বি করনের লক্ষ্যে কৃষি খাতে ঋণ, উদ্যোক্তা ঋণ, ক্রেডিট ইউনিয়ন ঋণ, বন্ধকি ঋণসহ নানা ভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে।

Exit mobile version